গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চাপড়িগঞ্জ ফাযিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবু তালেব মন্ডল (৫৪) ৫ সেপ্টেম্বর ২০২১, রোববার বিকেলে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না… রাজিউন।সদা হাস্যোজ্জল সদালাপী নিরহংকারী মেধাবী অত্যন্ত পরহেজগার দ্বীনদার আবু তালেব মন্ডল ২০০০ সালে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, বোর্ড বাজার, গাজীপুর দু’মাসব্যাপী প্রশাসনিক ও একাডেমিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ৫ম ব্যাচে দেশের ৮০টি মাদ্রাসা হতে ৮০ জন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, সহকারি অধ্যাপক, প্রভাষক এতে অংশ গ্রহণ করলেও কয়েকজনের প্রতি আমরা খুবই শ্রদ্ধাশীল ছিলাম। অধ্যক্ষ আবু তালেব মন্ডল অন্যতম। তিনি প্রশিক্ষণ গ্রহণের পরের বছর পবিত্র হজ্জ পালন করেন। যাবার পূর্বে তিনি সকল প্রশিক্ষণ গ্রহণকারীগণকে ব্যক্তিগতভাবে পত্রের মাধ্যমে দোয়া নিয়েছিলেন। আমি তাঁর বিদায় সংবাদে অত্যন্ত ব্যথিত। আমি প্রকাশনা সম্পাদনা পরিষদের ও কক্সবাজার ট্যুর কমিটির সদস্য হিসেবে তাঁর সঙ্গ পেয়েছিলাম। মসজিদে, ডাইনিং রুমে, প্রশিক্ষণ কক্ষে, খেলার মাঠে ও আবাসিক হলে তাঁর বিচরণে কোনরূপ নেতিবাচক দিক ছিলো না।প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ছিলেন; প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী স্যার ও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক সালেহ আহমাদ স্যার।আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।