1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আদমদীঘিতে গামছা পার্টির হাতে ছিন্তায় হলো এক প্রতিবন্ধীর ব্যাটারী চালিত ইজি বাইক

হেদায়তুল,নয়ন(বগুড়া)আদমদীঘিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে


আদমদীঘি ডহরপুর গ্রামের মৃতঃ দবির উদ্দিনে ছেলে ভাসানী প্রাং (৩৫) এর একটি নীল রং এর ব্যাটারী চালিত ইজীবাইক গামছা পার্টিরা ছিন্তাই করে নিয়ে গেছে। গত শনিবার (তারিখ ১১/০৯/২১) রাত ৯টায় এ ঘটনাটি ঘটে। ইজি বাইকটির গায়ে হাফসা পরিবহন লিখা আছে।
জানায়ায় যে, ভাসানি এক জন প্রতিবন্ধী। সে প্রতিদিনের ন্যায় ইজি বাইকটি নিয়ে বাহির হয়েছিল। সন্ধা ৬টায় আদমধীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের সামনে এলে, নওগাঁ তিনমোহনী যাওয়া আসার জন্য অজ্ঞাত ৩জন তার ইজি বাইকটি ৩৫০(তিনশত পঞ্চাশ) টাকায় রির্জাভ করে। নওগাঁ তিনমোহনী যাওয়ার পর ভাসানী তাদের গতিবিধি সন্দেহজন মনে করলে ,কৌশলে তাদের একজনের মোবাইল ফোন থেকে তার জামাইকে ফোন করে বলে আমার বাড়ি ফিরতে দেরি হবে। এর পর তিনমোহনী থেকে আসার পথে আদমদীঘি থানার ছাতিয়ান গ্রামের দূর্গাপুর ব্রিজের সামনে ফাঁকা জায়গায় পৌছালে ,ঐ অজ্ঞাত ৩জন প্রসাব করার কথা বলে গাড়ী থামায়। তার পর ভাসানীকে তাদের পূর্ব পরিকল্পনা মত তাদের কাছে থাকা চিকন পাটের দড়ী দিয়ে তার হাত পা বাঁধে এবং ভাসানীর গামছা দিয়ে মুখ ঁেবধে আনিক কিল ঘুষি মেরে তার গলায় ধারালো চাকু ধরে ইজি বাইকটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার ধারে, ধান ক্ষেতে ফালে দিয়ে যায়। পরে ভাসানীর চিৎকার শুনে এনামুল সহ আরো স্থানীয় অনেকেই আসেন। কিন্তু কোনো খোজ মিলেনি তার ইজি বইিকটির। কোন উপায় না পেয়ে গত (১৩ সেপ্টেম্বর) সেমবার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বিষয়টি জানতে চাইলে, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e