1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার পিকআপ জব্দ

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ   তিন মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া “খ” সার্কেলের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন,নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লস্করদী গ্রামের মমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদী জেলার পলাশ থানার ভাংগা বাজার এলাকার  রেজেক ওরফে রাজ্জাকের ছেলে রতন ওরফে কালু(২৪) এবং একই এলাকার মোঃ শফি উদ্দিনের ছেলে শরিফ হোসেন সাকিল(২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন,
 নওগাঁ হতে বগুড়াগামী একটি পিকআপে (যাহার নং ঢাকা মেট্রো ন- ১৮-৩৬৫২) ফেনসিডিল বহন করে বগুড়ার দিকে যাচ্ছে  এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ শে ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৬ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে  আদমদীঘি সান্তাহার হবির মোড় এলাকায় পিকআপ আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে   পিকআপ থেকে ৯০ বোতল ফেনসিডিল  তিনটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায়  উদ্ধার করেন। মাদক ব্যবহৃত  পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e