বগুড়ার আদমদীঘি উপজেলার ইন্দইল ব্রিজের উপর হইতে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে পুলিশ । গত শনিবার সকাল ৮:১০ঘটিকায় ইন্দইল ব্রিজের উপর হইতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার চোরকীমারী সঙ্গমাতা গ্রামের মৃতঃ আয়নাল হক মন্টুর স্ত্রী মোছাঃ রাসেদা বেগম টুলু(৫০)।
এ ব্যাপারে রাসেদা বেগম টুলুকে জিঞ্জাসা করলে জানাযায়, সে দীর্ঘদিন ধরে এইব্যবসার সঙ্গে জরীত ছিলেন। সে এই ব্যবসার জন্য আদমদীঘির সান্তাহারের টিকরপাড়ায় থেকে এই ব্যবসা করে আসছে।
উদ্ধার কারী অফিসার এস আই প্রদীপ কুমার বর্মন বলেন,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সান্তাহার-আদমদীঘি রাস্ত দিয়ে ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮:১০ঘটিকার সময় ইন্দইল ব্রিজের উপরে মোছাঃ রাসেদা বেগম টুলুকে তল্লাশি চালিয়ে ট্রাভেল ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শনিবার দুপুরে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে বগুড়া জেল-হাজতে প্রেরন করা হয়েছে।