বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাত্র ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা। মামলায় প্রতিবন্ধী রবিউল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছেন পুলিশ। রবিউল ইসলাম বাবু বড় আখিড়া মন্ডলপাড়ার সাইদুর রহমানের ছেলে।
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘির সান্তাহার পোষ্টঅফিস পাড়ার রুনা বেগমের (৬) বছরের শিশু কন্যা কে সাথে নিয়ে গত (৫ আগষ্ট) বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার সময় শিশুর নানী মাঠে গরু নিতে যাচ্ছিলেন। সান্তাহার বাসষ্ট্যান্ড এলাকায় রবিউল ইসলাম বাবুর মুদির দোকানের সামনে পৌছলে, ভিকটিমের নানীকে ডাক দিয়ে বলে,তোমার নাতনী (শিশু) কে দিয়ে দোকানের মালামাল ঠিক করে নেই। আর তুমি মাঠ থেকে গরু নিয়ে আসো । শিশু কন্যাকে রেখে তার নানী মাঠে চলে গেলে, রবিউল ইসলাম ঐ শিশু কন্যাকে দোকানের ভিতরে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশু কন্যার মা দোকানের সামনে দিয়ে যাওয়ার পথে শিশু কন্যার চিৎকার শুনে দোকানের দিকে তাকাইলে তার মেয়ের পা দেখে শিশুটিকে উদ্ধার করে। এঘটনায় শিশু কন্যার মা রুনা বেগম বাদী হয়ে গত ৬ আগষ্ট শুক্রবার থানায় ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের ও আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।