বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল ষ্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বেলা ১১টায় এ দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল পৌনে ১০ টায় সময় চিলাহাটী থেকে রাজশাহীগামী বরেন্দ্র আন্ত:নগর ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন অতিক্রম করার সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়। তবে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।