1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আদমদীঘি হিন্দু পল্লীতে খড়ের পালায় আগুন

হেদায়তুল,নয়ন (বগুড়া) আদমদীঘি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১০৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে


বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হিন্দু পল্লী রামপুরা পালপাড়া গ্রামে কে বা কাহারা ভয়ভীতি সৃষ্টির লক্ষে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে দুটি খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়েছে। এতে করে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনা জানার পর মঙ্গলবার সকালে রামপুরা পালপাড়া ছুটে যান উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ। দুপুরে বগুড়া জেলা পুজা উদযানের সভাপতি দিলিপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃতলাল সাহা, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, বগুড়া সদর সাধারণ সম্পাদক আশিষ রায় রামপুরা হিন্দু পল্লীর ঘটনাস্থল পরিদর্শন করেন।এরপর রাতে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও তার সমর্থকবৃন্দুদের নিয়ে রামপুরা হিন্দু পল্লীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ওই গ্রামের হিন্দু সম্প্রদায়দের আতংক না হওয়ার জন্য বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e