আজ ২৯ আগস্ট ( রোববার) উপজেলা পরিষদের অর্থায়নে রাজারহাট হইতে নাজিমখান পশ্চিম দিকে হানিফের বাড়ী পর্যন্ত ১৫২ মিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি রাস্তাটির উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো: আব্দুস ছালাম, আবেদ আলী, সন্তোষ কুমার (নান্নু) মেম্বার, ১২৩নং মহিলা মেম্বার তাহমিনা ও, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঠিকাদার মোকছেদুল গাজী জানান ১৫২মিটার লম্বা ৮ফিট প্রস্থ আকারে সর্বমোট ৫লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি হেরিং আকারে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।