1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

কসবায় অশালীন আচরণে ইজিবাইক চালককে ১ বছরের কারাদণ্ড

কসবা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে


কসবায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক কিন্ডারগার্টেন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণের দায়ে দুলাল মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কসবা-আখাউড়া সড়কের বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
দুলাল মিয়া উপজেলার একই ইউনিয়নের চাপিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। জানা যায়, সকালে শিশুটি ইজিবাইকে বাড়ি ফেরার সময় দুলাল মিয়া তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে অশালীন আচরণ করে। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘটনাটি জানার পর দুলালকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের অপরাধে দুলাল মিয়াকে অর্থদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, শিশুর সাথে অশালীন আচরণ করায় অভিযুক্ত ইজিবাইক চালক দুলাল মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e