1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কসবার শিকারপুর গ্রামে মহীয়সী নারী খোদেজা বেগমের কবর জিয়ারতে আল্লামা আবুল কাশেম নূরী

শেখ ফাহিম ফয়সাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী দেশ বরেণ্য উলামায়ে কিরামদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের মহীয়সী নারী মোসাম্মৎ খোদেজা বেগম (৭৩) এর কবর জিয়ারতে উপস্থিত হলেন ১২ আগস্ট বৃহস্পতিবার।আল্লামা আবুল কাশেম নুরীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা আলহাজ্ব এম কে এম মোবারক আলী গাজী, যুগ্ম মহাসচিব হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিনসহ স্হানীয় নেতৃবৃন্দ।আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম মহাসচিব ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার সোনারগাঁও জিলানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম খান শাহীন তাঁর সদ্য প্রয়াত মাতার ক্ববর জিয়ারতে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নুরী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন;”আলহামদু‌লিল্লাহ ! মহান মা‌লি‌কের প্রতি শুকর ও সুজুদ  শে‌ষে স‌ত্যিই আ‌মি পরম কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি। 
আজ আমার মা‌য়ের মৃত‌্যুর ৫ম দিবস। এই গুরুত্ববাহী দি‌নে আমার মা‌য়ের মাগ‌ফিরাত কামনা‌র্থে উপমহা‌দে‌শের প্রখ‌্যাত আ‌লে‌মে দ্বীন, পী‌রে ত‌রিকত, আহ‌লে সুন্নাত ওয়াল জামা‌’আতের কেন্দ্রীয় নির্বাহী মহাস‌চিব আল্লামা আবুল কা‌শেম নূরী সা‌হেব আহ‌লে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প‌রিষ‌দের যুগ্ম মহাসচিব, ঢাকাস্থ না‌রিন্দা কা‌মিল মাদরাসার সু‌যোগ‌্য অধ‌্যক্ষ মুফ‌তি কাজী আবু জাফর মোহাম্মাদ হেলাল উদ্দীন সা‌হেব, পাক হা‌জিপুর দরবার শরী‌ফের পীর সা‌হেব এ কে এম মোবারক আলী সা‌হেব ও পরম বন্ধু আহ‌লে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প‌রিষ‌দের সাংগঠ‌নিক স‌চিব এম এ ম‌তিন সা‌হেবকে সফর সঙ্গী ক‌রে এ‌সে‌ছি‌লেন। তাঁদের আগম‌নে শিকারপুরের ধর্মপ্রাণ মানুষ‌দের মা‌ঝে এক মহোৎসবের দারুন আ‌মেজ দৃশ‌্যমান হ‌য়ে‌ছে। গ্রা‌মের ৮/১০‌টি মস‌জি‌দের খ‌তিব ইমাম মুয়া‌য্যিন, যুবক বৃদ্ধসহ অসংখ‌্য গুণগ্রাহী উপ‌স্থিত ছি‌লেন। আগত মেহমানগণকে শিকারপুর‌ে‌র পক্ষ থে‌কে ও আমাদের প‌রিবা‌রের পক্ষ থে‌কে বি‌শেষ কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি। অব‌শে‌ষে মহান মা‌লি‌কের দরবা‌রে তিনা‌দের ফির‌তি যাত্রা নিরাপদ ও উত্তম প্রতিদান কামনা কর‌ছি,আমীন।”শিকারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ এনামুল হক খানের সহধর্মিনী, মেহারী ওবায়দিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. হাবিবুর রহমান সাদেকী সাহেবের বড় বোন, মোসাম্মৎ খোদেজা বেগম বিগত ৭ আগস্ট ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিন বাদ আছর শিকারপুর হাফিজিয়া মাদরাসা মাঠে মাওলানা মো. হাবিবুর রহমান সাহেবের ইমামতিতে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাযায় পুরকুইল দরবারে শরীফের পীর হযরত মাওলানা ছদরুদ্দীন, হাপেজ মাওলানা কাজী ইয়াহইয়া মাসউদ, অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম,  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ মো. কামাল উদ্দিন,  অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন,  এডভোকেট মাওলানা ইসলাম উদ্দিন, এডভোকেট আবু আবদুল্লাহ, খতিব পীরজাদা মাওলানা আবুল ওয়াফা মোহাম্মদ মাহবুবুল হক, অধ্যাপক মাওলানা শেখ হোসাইন আহমাদ, হযরত মাওলানা আবদুল্লাহ পীর সাহেব, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জামাল খানসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক,  সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e