কসবায় বিজনা নদী থেকে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রাম এলাকায় বিজনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞতানাম ব্যক্তির লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ ।
কসবা থানা সূত্রে জানা যায় ওইদিন রাতে আদ্রা গ্রামের লোকজন বিজনা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ।
কসবা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ধারনা করা হচ্ছে লোকটি অপ্রকৃতিস্থ ছিল। তার পড়নে দুটি প্যান্ট পরিহিত ছিল। এছাড়া তার চেহারাও বিকৃত হয়ে গেছে। তার লাশ ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।