কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার গ্রামে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভূমির মালিক মৃত আফতাব খন্দকারের ছেলে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কামাল খন্দকার মোচলেকা দিয়েছেন ভবিষ্যতে পাহাড় থেকে কোনো ধরণের মাটি কাটা হবে না।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম সাংবাদিকদের জানান, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পাহাড় কাটবেনা মর্মে মুচলেকা দেয়ার প্রেক্ষিতে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এই পাহাড় কাটা নিয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘ প্রায় ৯ মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারনে অভিযোগের বিষয়ে আজও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।