1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

কসবায় ঈদগাহ’র হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ১০০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ঈদগাহ কমিটির হিসাবকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে জাকির হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মনির হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত জাকির হোসেন কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত আজিজ সর্দারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আটক মনির হোসেন লক্ষিপুর গ্রামের মিলন মিয়ার ছেলে। তাকে থানা হাজতে রাখা হয়েছে।
প্রত্যদক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের একটি শত বছরের পুরানো কবরস্থানের খাস ভূমি নিয়ে ওই গ্রামে মো. শিশু মিয়া ও মতিন মিয়ার লোকজনদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত ৯ ফেব্রুয়ারি রাতে দুই পক্ষের সংঘর্ষে নাজির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছিলেন। ওই খুনের ঘটনায় জাকির হোসেনসহ বেশ কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছিলেন। নিহত নাজির হোসেনের ময়নাতদন্তে প্রতিবেদনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার প্রতিবেদন আসলে আসামীরা জামিনে মুক্তি পায়।
লক্ষিপুর গ্রামে নুরুল আমিন নাম প্রায় ৬০ হাজার টাকা খরচ করে ওই ঈদগাহ মাঠের সংস্কার করেছেন। ঈদের দিনে ঈদগাহ মাঠে তিনি বিষয়টি মুসল্লিদের অবহিত করেন। এ সময় গ্রামবাসী নগদ ১৭ হাজার টাকা তুলেছেন এবং বাকী টাকা আদায় করে নুরুল আমিনকে দিয়ে দেওয়ার প্রতিশ্রতি দেন।
লক্ষিপুর গ্রামের মনির হোসেন গ্রামের কিছু লোকজনকে একত্রিত করে ঈদগাহ কমিটির হিসাব দেওয়ার জন্য গত শুক্রবার রাতে ওই গ্রামের কেন্দ্রীয় মসজিদের মাইকে ঘোষনা করেন। ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহাবুব এবং সেক্রেটারী মহসিন মিয়াসহ অনেকেই উপস্থিত না থাকায় জাকির হোসেন হিসাব দিতে অনিহা প্রকাশ করেন। এ নিয়ে মনির হোসেন, আবদুল জলিল, সফিক মিয়া, সোহেল মিয়া ও তাদের লোকজনের সাথে জাকির হোসেন ও তাদের লোকজনের মধ্যে কথা কাটা-কাটি চলতে থাকে। এক পর্যায়ে কিল-ঘুষি ও হাতের টর্চ লাইট দিয়ে জাকির হোসেনকে আঘাত করে। ঘটনাস্থলেই ঢলে পড়েন জাকির হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
কাইমপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইকতিয়ার আলম বলেন, ঈদগাহ কমিটির হিসাব নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।
কসবা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মসজিদের মাইকে ঘোষণাকারী মনির হোসেনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e