1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কসবায় এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ১৮ কার্টুন নকল ওষুধ বাসুডিন জব্দ

দুরন্ত খবর ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে


কসবায় সিনজেন্টা কোম্পানীর নাম ব্যবহার করে নকল বালাই নাশক ওষুধ ও নিষিদ্ধ বাসুডিন বিক্রির দায়ে ইকবাল হোসেন নামক এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (৬ মার্চ) বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার। এ সময় ভ্রাম্যামান আদালত ওই গোদাম থেকে ১৪ কার্টুন নকল ওষুধ ও ৪ কার্টুন বাসুডিন জব্দ করেছেন।
ভ্রাম্যমান আদালত ও কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রাইতলা বাজারে সরকার অনুমোদিত সার ডিলার এম.আর ট্রেডাসের মালিক মো. ইকবাল হোসেন ভূইয়া দীর্ঘদিন ধরে সিনজেন্টা কোম্পানীর নাম ব্যবহার করে নকল বালাই নাশক ওষুধ বিক্রি করে কৃষকদের ঠকাচ্ছিলেন। সিনজেন্টা কোম্পানীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
আজ রোববার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার ও কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম এম.আর ট্রেডাসের মালিক মো. ইকবাল হোসেন ভূইয়ার সারের গোদামে অভিযান চালায়। এ সময় ওই গোদামে সিনজেন্টা কোম্পানীর নাম ব্যবহার করা ১৪কার্টুন বালাই নাশক ওষুধ পেয়ে লেদার লাইজার দিয়ে পরীক্ষা করে সবগুলিই নকল ঔষধ প্রমাণিত হয়। এ সময় ওই গোদামে কৃষি কাজে ব্যবহৃত নিষিদ্ধ চার কার্টুন বাসুডিনও পায়।

ভ্রাম্যমান আদালতের কাছে ইকবাল হোসেন দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দেন।

কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, তিনি অবৈধ ভাবে বালাই নাশক ওষুধ ও নিষিদ্ধ বাসুডিন বিক্রি করায় তাঁর লাইসেন্স বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা সহকারী কমিশার (ভূমি) সনজীব সরকার বলেন, এগুলি লেদার লাইজারের মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে সবগুলিই নকল।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, সিনজেন্টা কোম্পানীর ওষুধ নকল করে বিক্রির একটি লিখিত অভিযোগ ছিল। ওই অভিযোগটি তদন্ত করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e