কসবায় আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে গ্রাম-পুলিশদের মাঝে আনুষ্ঠানিকভাবে ৩৫টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আর্থিক সহযোগীতায় এ সাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মো. ফারহানা ছিদ্দিক। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, এ উপজেলায় ৮১জন গ্রাম পুলিশ রয়েছে। তাদের মধ্যে উপজেলা পরিষদের আর্থিক সহযোগীতায় ৩৫জনকে বাই সাইকেল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেককে বাই সাইকেল দেওয়া হবে।