“ বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ স্লোগানকে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো. শাহআলম, সহসাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থসম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল খায়ের স্বপন, সদস্য ও আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, সদস্য মো. রুবেল আহমেদ, সদস্য ভজন শংকর আচার্য্য, সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাগজে কলমে না দেখিয়ে বাস্তবায়ন করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। উপজেলা প্রশাসন পুকুরের বিষয়েও ব্যবস্থা নেবে। যারা রাস্তার পাশে পুকুর তৈরি করে পুকুরের পাড় রাস্তাকে বানিয়েছে। এটি দন্ডনীয় অপরাধ। অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।