ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলার আসামী সুমন মিয়া (৩৫) কে গত কাল সোমবার ভোর রাতে ভৈরব র্যাব ১৪ অভিযান চালিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রাম থেকে গ্রেফতার করেন।
গত ১৮ জুলাই রাতে উপজেলার মজলিশপুর গ্রামে সুমন মিয়া নামের এক যুবক অস্রের ভয় দেখিয়ে আট বছরের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত ১৯ জুলাই সুমন মিয়াকে আসামী করে কসবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সিপিসি অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের গতকাল সোমবার বিকালে মুঠোফোনে জানান; কসবা থানার ধর্ষণ মামলার আসামী সুমন মিয়াকে গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ধর্ষণের কথা স্বীকার করে।