নিডস নিউজ ২৪ ডটকম এর প্রথম প্রকিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে ওডিপির সহযোগিতায় কসবা উপজেলার খাড়েরা বাজার এলাকায় প্রায় ৩ হাজার ফলদ, বনজ ও ঔষধির চারা বিতরণ করা হয়েছে।
ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। বিশেষ অতিথি ছিলেন খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহমেদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো আবদুল হান্নান। ওডিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, নিডস নিউজ সস্পাদক লোকমান হোসেন পলা, কবি এস এম শাহেনুর।
৩ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বাজারে উপস্থিত জনতাকে বিতরণ করা হয়।
এসময় কসবা প্রেসক্লাব অর্থসম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মো. সাইদুর রাহমান খানসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।