1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কসবায় পুকুরের বিষ ঢেলে মাছ নিধন

মোহাম্মদ শাখায়াৎ হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে


কসবার কাইমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে গত শনিবার রাতের আধারে বিষ ঢেলে পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) বিকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লক্ষিপুর গ্রামের ইকবাল হোসেন নিজ গ্রামে একটি পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। গত শনিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ দল পুকুরে বিষ ঢেলে দিয়ে কিছু মাছ ধরে নিয়ে যায়। বাড়ির লোকজন টের পাওয়ার সাথে সাথে সংঘবদ্ধ দলটি পালিয়ে যায়। এ ঘটনায় ইকবালের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে কসবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আক্তার বলেন, পুকুরটিতে প্রায় ৭/৮ লক্ষ টাকার মাছ ছিল। আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।

কসবা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, রাতের আধারে পুকুরে মাছ নিধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e