আজ রোববার (১ মে) কসবা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইফতার মাহফিলের আয়োজন করে। স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলার ১০টি ইউনিয়নের দুই সহস্ত্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। ইফতার মাহফিল অনুষ্ঠান স্থলে লোকে লোকারন্য। ইফতার মাহফিল উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা দলে দলে অনুষ্ঠানস্থলে সমবেত হতে দেখা গেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছিল। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎস্যবের আমেজ বিরাজ করছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, কুমিল্লা বিভাগ । বিশেষ অতিথ ছিলেন, মো: সাইদুল হক সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, কুমিল্লা বিভাগ, বেলাল উদ্দিন সরকার তুহিন, সদস্য জেলা বিএনপি, সাবেক ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম ভুইয়া।
এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কসবা পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকলিল আজম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদুল হক ভুইয়া দীপু, উপজেলা বিএনপির সদস্য মো: কামাল উদ্দিন প্রমুখ। পরে ওমরা হজে থাকা কসবা-আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপির কর্ণধার, জেলা বিএনপির নন্দিত সংগঠক আলহাজ কবির আহমদ ভুইয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।