ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ রেলষ্টেশন সড়কে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় মাদক বহনকারী একটি সিএনজি চালিত অটোরিক্সাও আটক করা হয়। মাদক চোরাকারবারীরা হলো উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর গ্রামের জামাল মিয়ারপুত্র মোঃ মেহেদি হাসান হৃদয় (২০) ও কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের তাজুল ইসলামেরপুত্র মোঃ আল আমিন (২৮)
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান; শনিবার সন্ধায় কসবা থানা এসআই আনোয়ার হোসাইন ও এ এস আই মহসিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ রেলষ্টেশন সড়কে একটি সিএনজি চালিত অটোরিক্সায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা কসবা থানা হাজতে আছেন। আগামী কাল রোববার তাদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান