মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হার তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।
আজ ২৬ই জুলাই সকাল থেকেই তৎপর ছিলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। এ সময় তিনি থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহোযোগিতায় একাধিক যায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আদালত পরিচালনাকালে বেশকিছু দোকানপাট খোলা রাখার দায়ে, সংক্রামক রোগ ( প্রতিকার, প্রতিরোধ, নির্মুল) আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১০ টি মামলায় ১৫ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এর পাশাপাশি তিনি জনগনকে করোনা সম্পর্কে সচেতন করেন,এবং তিনি বলেন যে,ঘরে থাকুন সুস্থ্য থাকুন।