1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কসবায় লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা

মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১০৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহামারী করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। কসবা পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি গ্রামে করোনা সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা সেইরকম লক্ষ করা যাচ্ছে না। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার জন্য প্রশাসন, সেনাসদস্য, পুলিশ ও স্কাউট সদস্যদের তৎপরতা লক্ষনীয়। কিন্তু অধিকাংশ মানুষ লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাটে-বাজারে চলাফেরা করছেন। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখা যায়। প্রশাসনের লোকজনদের দেখলে দোকানীরা সাটার বন্ধ করে দেয়। প্রশাসনের লোকজন চলে গেলে আবার দোকান খুলে ফেলেন। তাছাড়া প্রশাসনের লোকজনদের দেখলে সাধারণ মানুষ তড়িঘড়ি করে মুখে মাস্ক পড়ে নানা অজুহাতে ঘোরাফেরা করছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচ ব্যক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হাছিবা খান। এসময় সেনাসদস্য, পুলিশ, স্কাউট ও প্রশাসনের লোকজন তাকে সহায়তা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হাছিবা খান জানান, প্রতিদিনই জনসচেতনা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করাসহ জনগণকে উদ্বুদ্ধ করা হলেও তা অধিকাংশ জনগণ মানছেন না। আজ বৃহস্পতিবার লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ও মাস্কবিহীন অবস্থায় পিকআপ ও ট্রাক্টর চালানোর অপরাধে পাঁচ ব্যক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e