শুক্রবার দুপুরে কসবায় সিএনজি’র সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. আবুল হোসেন ওরফে বাবু (২৬) নিহত হয়েছে।
নিহত চালক মো. আবুল হোসেন ওরফে বাবু কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর বটতলি গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে কসবা-নয়নপুর সড়কের কাইমপুর গ্রামের পূর্ব উত্তরপাড়া নামক স্থানে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক মো. আবুল হোসেন ওরফে বাবু ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।