1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কসবায় সিরাজুল হক স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে মতমিনিময় সভা অনুষ্ঠিত

শেখ মো. কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১০৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে অবস্থিত সিরাজুল হক স্কুল এন্ড কলেজে আজ সোমবার (২০ ডিসেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তি ও শিক্ষার মানোন্নয়নে কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ ভূইয়া, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সদস্য এডভোকেট সিরাজুল হক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপিসহ তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কাজী আমিনুর রহমান, উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করে একুশটি বিষয়ে ভর্তির অনুমোদন লাভ করে। এতে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অত্র কলেজে ভর্তির জন্য আহ্বান জানান। দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অঙ্গিকার ব্যক্ত করেন।
সিরাজুল হক স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. দেলোয়ার হুসেন ও বিএসসি শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কাজী আমিনুর রহমান, আওয়ামী লীগের কায়েমপুর ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী, কায়েমপুর ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. কামাল উদ্দিন মোকলেছ, ডা. সুলতান আহমেদ, দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম প্রমুখ।
সভায় শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাইজখার মাহবুবুল হুদা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা গোলাম মাওলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e