আজ সোমবার (১ আগষ্ট) বিকালে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ-মজলিশপুর নামক সড়কের ষ্টীল ব্রীজ এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল; গোপিনাথপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে হারুন মিয়া (৫০) একই ইউনিয়নের রামপুর গ্রামের লালু মিয়ার ছেলে রফিক মিয়া (৪৫)। গ্রেফতারকৃতদের আগামীকাল বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হবে।
কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল হকের নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) কামরুল ইসলামের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।