কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি ভার্চুয়ালী অংশগ্রহণ করেছেন। অন্যান্যের মধ্যে অংশ নেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ; কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভইস-চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন ভূইয়া প্রমুখ।
বিগত এক-দেড় সপ্তাহে এলাকার প্রায় দু’শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়ত বেড়েই চলছে আক্রান্তের হার। স্বাস্থ্যকর্মীগণ ঝুঁকি নিয়ে সেবা প্রত্যাশীদের সেবা দিয়ে যাচ্ছেন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়াসহ কয়েকজন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার দেলী পাতাইসার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মো. আবদুল হান্নান গত রোববার ভয়াবহ করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন। আক্রান্তরা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। করোনায় মৃত্যুবরণকারীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমাধিস্থ করা হচ্ছে।
কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে, মহাসড়কের বাজার ও শপিংমলে জনাকীর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করছেন, সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পাল জানান, স্বাস্থ্য সেবার পাশাপাশি রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল গ্রহণ অব্যাহত আছে। সপ্তাহের শনিবার সোমবার ও বুধবার স্যাম্পল গ্রহণ করা হয়।
নিম্ন আয়ের লোকজনের দৈনন্দিন ব্যয় নির্বাহে হিমশিম খেতে হচ্ছে। ভাইরাসজনিত করোনা প্রাদুর্ভাব বৃদ্ধিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।