বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর মাগফিরাত কামনায় কসবা পৌরসদরের সদরপাড়া গ্রামবাসীর উদ্যোগে ২০তম ওয়াজ ও দোয়ার মাহফিল গত ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার বাদ আসর শুরু হয়। আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (র) এর সাহেবজাদা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর ছোট ভাই পীরজাদা গোলাম খাবীর সাঈদীর সভাপতিত্বে বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা জহিরুল ইসলাম জাবেরী, পীরজাদা হাফেজ গোলাম সোবহানী সাঈদী, ক্বারী আবদুল কাইয়ুম মিয়াজী, ক্বারী ইউনুস করিম বেলালীসহ দেশ বরেণ্য ওলামায়ে কিরাম ওয়াজ করেন।
সাংবাদিক আবুল খায়ের স্বপন মাহফিলের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। মাহফিল পরিচালনা কমিটি ও দ্বীনদার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।