জেলা শহরের বড় মসজিদের পাশে রনি ক্লোথ স্টোর নামের কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে গত ৩ আগষ্ট’০৩-০৮-২০২১ইং রোজ মঙ্গলবার ভোর বেলায় অভিনব কৌশলে চুরির ঘটনা ঘটেছে।
চোর দোকানের ছাদের টিন কেটে ভিতরে প্রবেশ করে, দোকান থেকে দামি শাড়ি ও টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার পর অভিযোগের ভিত্তিতে দোকানের মালিক সায়েম আলী খান কুড়িগ্রাম সদর থানায় ০৫(৮)২০২১ অনুযায়ী একটি চুরির মামলা দায়ের করেন।
চুরির ঘটনা তদন্ত চলাকালে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় চৌধুরী পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র চোর স্বাধীন হোসেন (২৫) কে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত কাপড়ের দোকান চুরির কথা সে স্বীকার করে। পরে চুরি যাওয়া শাড়ি সমুহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, চোর স্বাধীন এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।