1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৩

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে  যতদিন যাই ততোই যেন এক নতুন রূপ ধারণ করছে নতুন আঙ্গিকে ফিরে  আসছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে সেই সাথে মৃত্যু মিছিল লম্বা হচ্ছে  ।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনায় ও  উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচজন।

এসময়ে ৬৬৬টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন আরো ২৩৮ জন।

গতকাল রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার (২৬ জুলাই) সকাল ৮টার মধ্যে এই মৃত্যু ও শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা গতকাল বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন ও জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪০৭ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪২২ জন ও এর মধ্যে মারা গেছে ৫১০ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e