1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কুষ্টিয়ায় রিকশাওয়ালার প্রতারণার ফাঁদে মা ও মেয়ে

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।।
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া শহরে রিকশাওয়ালা অভিনব প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন এক গৃহবধূ ও তার মেয়ের নিকট থাকা সোনার হার ও দুল।নকল সোনার বার নিয়ে আসল হারিয়ে সনো হসপিটালের সামনে কান্নায় ভেঙে পড়েছেন দু’জন।

ভুক্তভোগীরা হচ্ছেন শহরের মিলপাড়ার রাজমিস্ত্রি আলতাফ হোসেনের স্ত্রী হামিদা বেগম(৫০) ও মেয়ে আলিফা(২৪)।হামিদা বেগম জানান,আজ বেলা সাড়ে এগারোটার  দিকে সন্তান সম্ভবা মেয়ে আলিফা কে নিয়ে সনো করাতে রিকশা যোগে সনো হসপিটালে যাওয়ার সময় রিকশাওয়ালা কিছু টাকাসহ একটি পুটলি পড়ে পাওয়ার কথা বলে এবং সোনার বারসহ রশিদ দেখায়।এর মধ্যে আরো দু’জন লোক জুটে যায়।

রশিদ টি শ্রী জুয়েলার্সের। সেখানে নিপেন বাবু নামক এক সোনার দোকানদার কে একটি ২২ ক্যারেটের সোনার বারসহ একটি হাত চিঠি লিখেছেন কোলকাতার যতীন বাবু সাহা নামক অপরজন।এর পর রিকশাওয়ালাসহ অপর দুজন ব্যক্তি মা-মেয়ে নিকট সোনার বার ও চিঠি দিয়ে তাদের নিকট থেকে গলার হার ও কানের দুল বদলিয়ে নেয়।কিছুক্ষণ পর সোনার দোকানে যেয়ে বুঝতে পারে বারটি নকল সোনার।এরপর ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগীরা।মা-মেয়ের দাবি, রিকশাটি সনো হসপিটালর সামনে এসেছিল।সিসি টিভি ফুটেজ দেখে হয়তো তাকে সনাক্ত করা যাবে। 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e