1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় হাসপাতালে বেড়েছে শিশু রোগী

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়ায় হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়াসহ বিভিন্ন আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জেলার জেনারেল হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় দুইশ শিশু ঠাণ্ডা,জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। সেইসঙ্গে প্রতিদিন হাসপাতালে ৩০ থেকে ৪০ জন করে শিশু ভর্তি হচ্ছে।বর্তমানে শিশু ওয়ার্ডে ২৪ বেডের বিপরীতে প্রায় দেড় শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে।

শিশু ওয়ার্ডে বেড খালি না থাকায় অনেকে বারান্দায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছে। ধারণক্ষমতার চেয়ে প্রতিদিন অধিক শিশুকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক ও সেবিকারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর এই সাত দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনশতাধিক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া জেলার বিভিন্ন চর অঞ্চলে বন্যার পানি প্লাবিত হয়েছে। বর্তমানে সেটা কমতে শুরু করেছে। এর ফলে ডায়রিয়া নিউমোনিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

তবে সতর্কতা মেনে চললে এ রোগ থেকে সুস্থ থাকা সম্ভব বলেও জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e