1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় করোনাতে আরও ১৭ জনের মৃত্যু

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৩৫ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৯ জন এবং ৫৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩২ জন রোগী।

এদিকে নতুন ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৫ জন। নতুন ৫৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭২ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ২০ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ২৩ জন, দৌলতপুরের দুজন, কুমারখালীর ২০ জন, ভেড়ামারার ৩ জন, মিরপুরের ৮ জন ও খোকসার একজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮০ হাজার ৮১৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৬ হাজার ৯৮২ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৪ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৮৭ জন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজনের দ্বারা অনেক লোক আক্রান্ত হতে পারেন। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসককে আরও কঠোর হতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e