1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনা মহামারী একদিকে কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত তাজা প্রাণ ঠিক তেমনিভাবে কুষ্টিয়াতে সড়ক দুর্ঘটনার হার ও বেড়ে চলেছে তা নতুন করে বলার কিছু নেই ড্রাইভার দের ওভার স্প্রিড এ গাড়ি চালানো আবার কখনো নেশা গ্রস্ত অবস্থায় গাড়ি চালানো একটা ফ্যাশন হয়ে পড়েছে বর্তমান সমাজে আর যাদের জন্যই বলি হতে হয় নিরীহ জনগণকে

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বিআরবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত
আজ ভোরে  কুষ্টিয়া ঝিনাইদহ মহা সড়কের কুমারগাড়া বি আর বি এর সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নিহত হয়েছেন। তিনি বিআরবি এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিটিসির পাশের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বেড় হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাসে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় মাইক্রোবাস টি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসকে ধরে ফেলে।
পরে পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e