ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কেয়াইর আলহেরা যুব সংগঠনের উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। খাড়েরা রাহনুমায়ে হক দরবার শরীফের পীরজাদা ও খাড়েরা ডিহ ঈদগাহের খতিব হযরত মাওলানা আবুল ওয়াফা আলক্বাদেরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তার আসন অলংকৃত করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঐতিহ্যবাহী নাগাইস দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোস্তাক ফয়েজী। অন্যান্যের মধ্যে ওয়াজ করেন ; মাওলানা রেজাউল করিম , মাওলানা শাহাবুদ্দিন প্রমুখ।