বর্তমান সমাজে মাদক সেবন মাদক বিক্রয় যেন এক রকমের ফ্যাশনে পরিণত হয়েছে । প্রতিনিয়ত হাজারো পরিবার মাদকের কারণে পথে নামতে বাধ্য হচ্ছে তাদের সর্বস্ব হারাতে হচ্ছে পরিবারের কোনো এক জানার মাদক সেবন এর কারণে ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গাঁজা সেবনের দায়ে কমলাপুর গ্রামের মৃত রাহাত ছোট ছেলে মোঃ কুরবান আলী (২০) কে আজ দুপুরে তার নিজ বাড়ির বিছানার নিচ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ খোকসা থানা পুলিশ এসআই মোজাম্মেল সহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেন। পরে ঘটনাস্থলে খোকসা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী গাঁজা সেবনের অপরাধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (গ) ধারা লংঘনের দায়ে ৩৬(১) সারণির ২১ ধারায় ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকার অর্থদণ্ডে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও চলমান বিধিনিষেধ অমান্য করায় খোকসা স্ট্যান্ডের মিসেস পলাশ মটরস, আশা অটো সার্ভিসিং সেন্টার মালিক কে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ টি মামলায় ১,৫০০/- টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।