বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কসবা শাখা আয়োজিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কসবা শাখার আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক মো. শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. আবদুর রাহিম ও বীর মুক্তিযোদ্ধা এমএইচ শাহআলম।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ, ইউএনও এবং তার মুক্তিযোদ্ধা পিতার উপর নৃশংস হামলার রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও প্রশাসনিক কর্মকর্তাগণ যেন ভবিষ্যতে হামলার শিকার না হন তাদের নিরাপত্তা নিশ্চিত কারার দাবী জানান। সারাদেশে যেসকল মুক্তিযোদ্ধারা দুর্বৃত্তদের হাতে লাঞ্চিত হচ্ছে সেসকল হামলাকারীদেরও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবী করেন।