
যুবসমাজ চাইলে অনেক কিছুই করতে পারে সেইটা হোক ভালো আর হোক না খারাপ ইচ্ছা শক্তি টাই হলো সব থেকে বরো হাতিয়ার কোনো কাজের ক্ষেত্রে । যদি কোনো এলাকার তথা সমাজের যুব যেই ছেলে গুলো আছে তারা এলাকাতে ভালো খারাপ সব বিষয় খোঁজ রেখে একত্রে এগিয়ে আছে তাহলে সেই সমাজ উন্নয়ন হতে দেরি লাগে না আবার তারা যদি তাদের শক্তি খারাপ কাজে নিয়োগ করতে তাহলে সম্মান ডুবতেও দেরি লাগে না ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন এর, উত্তর মীরপুর স্কুল পাড়ার প্রধান এই সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী ছিল। গতকাল সকালে এলাকাবাসীর উদ্যোগে এই সড়ক টির সংস্করণ করা হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার পথে অনেকেই ভোগান্তির শিকার ও হয়েছেন। তবে দীর্ঘ প্রত্যাশার পরে যুবসমাজকে নিয়ে রাস্তা টি সংস্করণ করে এলাকাবাসী। এই সংস্কার কাজের জন্য প্রশংসায় ভাসছেন তারা এবং তাদের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল।