1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রফেসর মোঃ মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন

শেখ মো. কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পূত্র ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার সুদীর্ঘ অধ্যাপনা জীবনে অসংখ্য ছাত্রছাত্রীদের জ্ঞান বিতরণ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার। এছাড়া স্কাউটস সম্পাদক ও কমিশনার হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তার ইন্তেকালে একটি বর্ণাট্য জীবনের অবসান হল। শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খাড়াসার স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। অধ্যাপক মোঃ মোখলেছুর রহমানের ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী মাহমুদ আকন্দ ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e