ছোট যুমনা নদীতে মুরগির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছে বয়লার মুরগী ব্যবসায়ীরা।
নওগাঁর বদলগাছি উপজেলায় ছোট যুমনা নদীর কোল গেঁষে বয়লার মুরগীর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করে আসছে বয়লার মুরগীর ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন বর্জ্য ফেলে আসছে তারা।একাধিকবার উপজেলা প্রসাশন কৃর্তক মোবাইল কোর্ট বসিয়েছেন এবং জরিমানা করেছে। তবুও তারা প্রসাশনকে ফাঁকি দিয়ে এ কাজ করে আসছে প্রতিনিয়ত।