
পশুতো নিয়মমাফিক জবাই দিতেই হবে। সাথে নিজের ভেতরের সকল পাশবিকতাকে কুরবানি দেই। রাগ ও উগ্রতাকে পরিহার করি, লোভের জিহ্বাকে সামলাই, লালসার থাবাকে প্রতিহত করি, মিথ্যাকে না করি, হিংসা ও ঈর্ষাকে দূরে ঠেলি, কামকে সংবরণ করি, তথা পঞ্চইন্দ্রীয়ের সকল বদরূপের লাগাম ধরি।কর্ণ, নাসিকা, জিহ্বা, চক্ষু ও ত্বকের যথাযথ কাম্য ব্যবহার করি। প্রতিনিয়ত প্রতিক্ষণ ত্যাগের মধ্যেই যাপন করি।নফসকে যত্ন করি। এটাই তো সেরা কুরবানি। নাকি?
.
আমিতো বলেই নিস্কৃতি নিলাম। কিন্তু ত্যাগ কি এতই সহজ? দরকার ইচ্ছাশক্তি। আমি যেন বলতে পারি আমি ত্যাগ করবো। প্রতিদিনই যদি ইচ্ছাকে এ ত্যাগের অভিমুখে প্রস্তুত না করি তবে মৃত্যু ও ক্ষতি যখন সম্মুখে এস দাঁড়াবে তখন ফাঁকি দিব কী করে?নিজেকে নিজে ফাঁকি দেয়া যায়? তাই পূর্ণ হবার জন্যেই আমাদের দরকার ত্যাগ।কিন্তু ত্যাগ করবো কেন? সহজেই উপলব্ধি করা যায় যে, ত্যাগ না করলে স্বাধীন হওয়া যায়না। যখনি আমরা কিছু ত্যাগ করতে পারিনা তখনি সেটি আমাদের আবদ্ধ করে রাখে।মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলি। সুতরাং ত্যাগের দ্বারা আমরা নিজেকে মুক্ত করবো। ত্যাগের সাথে প্রেমের গভীর সম্পর্ক। প্রেম ছাড়া ত্যাগ হয়না, আবার ত্যাগ ছাড়া প্রেম হয়না। বীজ যখন চারা হয় তখন নিজেকে বিদীর্ণ করে ত্যাগ করেই সে চারা হয়ে পরিপূর্ণতা লাভ করে।
.
আমার উপরের বক্তব্য পড়ে এ পর্যায়ে পাঠক নিশ্চয়ই দুভাগে বিভক্ত হয়ে যাবেন। প্রথমত. অনেকেই ভাবতে পারেন। সঠিক কথা বলা হয়েছে উপরে। মনের পশু জবাই করাই জরুরী। পশু কুরবানি নয়। তাঁদের জ্ঞাতার্থে ও সদয় বিবেচনার্থে বলতে চাই। মনের পশু জবাই করতে গিয়ে ধর্মীয় রীতির পশু কুরবানি বন্ধ করা যাবেনা। সেটি ভাবার আগে ধর্ম সম্পর্কে ভালোভাবে জেনে নেন। ধর্মীয় কারণে যে কুরবানির কথা বলা হয়েছে তাতে প্রাণপ্রিয় জিনিসকে কুরবানি করতে বলা হয়েছে। ইব্রাহীম আ) এর প্রাণপ্রিয় সন্তান কুরবানি (পরে আল্লাহর নির্দেশে দুম্বা কুরবানি), খ্রিষ্ট ধর্মের যীশুর নিজের জীবন ক্রুশবিদ্ধকরণ/শ্রেষ্ঠ ত্যাগ, হিন্দু ধর্মের প্রাণপ্রিয় পশু বলিদান ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই সর্বোচ্চ প্রাণপ্রিয় বস্তু বা বিষয়কে কুরবানির দৃষ্টান্ত এসেছে।শুধু ধর্মে নয়, বিভিন্ন গোত্রেও এ রীতি আছে। সুতরাং এসব বিষয়ে মন্তব্য করার আগে প্রতিটি ধর্মের বা গোত্রের সেক্রিফাইস বিষয়ক ইতিহাস, ঘটনা, শানে নুযুল, পটভূমি ও মাহাত্ম জেনে নেয়া ভালো। মনের পশু কুরবানির সাথে ধর্মীয় নির্দেশনার কুরবানিকে মুখোমুখী দাঁড় করাবার কোন সুযোগ নেই।
.
আপনি যদি পশু প্রেমিক হন, তবে আপনার কাছে প্রশ্ন আপনি কি বাজার থেকে মাছ বা অন্য কোন প্রাণীর মাংস কিনে খাননা? যদি খান তবে কুরবানি আসলে মায়াকান্না আপনাকে মানায়না। যদি আপনি ভেজেটারিয়ান হন তবে জেনে রাখেন বৃক্ষ বা তৃণলতারও প্রাণ আছে। মূলকথা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে নির্বিচারে-প্রাণীবধের আন্দোলনকে মিলিয়ে বিষয়টিকে ঘোলা করবেননা।যদি করেন তবে আপনার আলাদা লক্ষ্য আছে সেটা স্পষ্ট হয়ে যায়!
দ্বিতীয়ত. অনেকে আবার ভাবতে পারেন যে আমি মনের পশু জবাই করতে বলে ধর্মীয় রীতিকে খাটো করছি। বিষয়টি তা নয়। ধর্মীয় রীতির কুরবানিও দিতে হবে। আবার ধর্মের সেক্রিফাইস বিষয়ক ঘটনা, শানে নুযুল, পটভূমি ও মাহাত্ম জেনে-বুঝে সেভাবে জীবনের সকল প্রাণপ্রিয় অভ্যাস, কাজ, কথা, বস্তু এমনকি নিজ জীবন বিলিয়ে দেয়ার মানসিক শক্তিও অর্জন করতে হবে।ইদানীং ভোগবাদী সমাজে যা দেখা যায় তা চরম দৃষ্টিকটু।কুরবানির পশুর সাথে আপনার আচরণ অবশ্যই ভাবগাম্ভীর্যপূর্ণ হতে হবে।হাস্যেল্লাস বা উৎসব নয়।মাত্রাজ্ঞানহীন ফেসবুকিং, সেলফি, জবাইকালের দৃষ্টিকটু আচররণ কাম্য নয়। নামাজ ফরজ আর কুরবানি ওয়াজিব বা সুন্নাত বা নফল ।(এ নিয়ে মাজহাবভেদে ও দলী্লভেদে ভিন্ন মতামত রয়েছে, সেটা নিজ দায়িত্বে বিশ্বাস করেন)।
.
নামাজ মিস করলে লজ্জা লাগেনা, কুরবানি মিস হলে লজ্জা লাগে।স্পষ্ট যে, এ লজ্জা সৃষ্টিকর্তার প্রতি না, আশেপাশের মানুষের প্রতি।পশুটা বড় কিনতে হবে। কেন সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নাকি আশেপাশের মানুষদের কাছে নিজের বড়ত্ব প্রমাণের জন্য? বিষয়টি খুবই গভীর কারণ এর সাথে ঈমান ও তাকওয়া জড়িত।যদি আপনি বিশ্বাসী হন। যারা বিশ্বাসী না, তাঁদের জন্য হিসেব আলাদা। তো কার জন্য ত্যাগ? সৃষ্টিকর্তার জন্য ত্যাগ।সৃষ্টিকর্তার সকল নির্দেশ পালন করতে গিয়ে সৃষ্টির যা যা ত্যাগ করা লাগে সব ত্যাগ করাই কুরবানি বা ত্যাগ। কী ত্যাগ? ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।পশু কুরবানি। বেশি মাংসের জন্য কুরবানি? ফ্রিজে রাখার জন্য? প্রতিবেশি আত্মীয়কে মাংস দিতে হবে? প্রতিবেশি ও আত্মীয়কে শুধু কুরবানির মাংস দিলেই হবে? সারাবছর তাঁদের সার্বাক্ষণিক হক আদায় করতে হবে না?
.
তাই প্রশ্ন আসে শুধু পশু কুরবানি দিলেই ত্যাগ? নাকি অন্য কিছু? সময় কুরবানি। সৃষ্টির কল্যাণে সময় কুরবানি দেয়া যেতে পারে। অর্থসম্পদ কুরবানি। সৃষ্টির কল্যাণে তা ব্যয় করা যেতে পারে। চিন্তা, লেখা ও কথা কুরবানি। সৃষ্টির কল্যাণে তা করা যেতে পারে। সম্পর্ক কুরবানি, ভালোবাসার কুরবানি, বন্ধুত্বের কুরবানি, ছোট ছোট আকাঙখার কুরবানি আরও কত কী হতে পারে। জীবনটাই ত্যাগ, বিলিয়ে দাও। জীবনটাই ভালোবাসা, ভালোবেসে যাও।
.
কুরবানি নিয়ে কাজী নজরুলের কিছু লেখা স্মর্তব্য
“ইব্রাহিমের কাহিনী শুনেছ? ইসমাঈলের ত্যাগ?
আল্লারে পাবে মনে কর কোরবানি দিয়ে গরু-ছাগ?
আল্লাহর নামে ধর্মের নামে, মানব জাতির লাগি
পুত্ররে কোরবানি দিতে পারে, আছে কেহ হেন ত্যাগী? (বকরিদ)”
অন্যত্র বলেছেন
“মনের পশুরে কর জবাই
পশুরাও বাঁচে, বাঁচে সবাই।
কশাই-এর আবার কোরবানি! (শহীদি ঈদ)”
লেখক
……(ড. সফিকুল ইসলাম, উপসচিব। ১০.০৯.২০১৬)