গত ২৫ জুলাই সোনাইহাট লক্ষ্মী মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে নাজিম খান ইউনিয়ন বাছড়া বালাটারি পিতা মন্জু মিয়াঁ ছেলে তাইজুল।
সোনাহাট লক্ষীর মোড় এ চাচা, ভাতিজা একসাথে মোটরসাইকেল এ ভুরুঙ্গামারী থেকে ফেরার পথে ট্রলির সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তাইজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
তাইজুলের দাদা একইদিনে দুপুরে মারা গেছেন। সে তার চাচা কে ভূরুঙ্গামারী থেকে আনতে গিয়েছিল মোটরসাইকেল করে। চাচাকে আনতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে সে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। একই পরিবারের ২ জনের মৃত্যুতে এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।