নওগাঁর বদলগাছির চৌ- রাস্তার মোড় হতে চাংলা পর্যন্ত সড়কের বেহাল অবস্থার জন্য ঘটছে প্রায় সড়ক দুর্ঘটনা।
বদলগাছির মূল পয়েন্ট চৌ- রাস্তার মোড়ে সামন্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকে এবং চলাচলের জন্য অনুপোযোপী হয়ে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় ট্রাক চালকদের বেপরোয়া গাড়ি চালানোর রাস্তার এমন বেহাল অবস্থা হয়েছে এবং প্রায় ঘটে দুর্ঘটনা।এলাকাবাসী এই সড়ক অতিশীঘ্রহ মেরামতের জোর দাবী জানিয়েছেন মাননীয় সংসদ সদস্যের নিকট। মাননীয় সংসদ সদস্য জানিয়েছেন অতিশীঘহ অবস্থা গ্রহন করা হবে।