আজ শুক্রবার ভোর ৫টায় এসআই- আব্দুর রউফ, এসআই-আনারুল ইসলাম, এএসআই- রফিকুল ইসলাম, এএসআই- হাসানুর রহমান, এএসআই- মজিল হক ও সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে ডিউটি করা কালীন নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের নিমাইয়ের পাঠ কালীমন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর ১ টি নীল রঙের পিকআপের কেবিন এর সিটের পিছনে বিশেষ অভিযানে ২০(বিশ) কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোবর্ধনের কুটি নেওয়াশী বাজারের মোঃ শাহজাহান আলী তালুকদার এর ছেলে মোঃ শহিদুল ইসলাম তালুকদার শাহিন (৪৫), নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর ছেলে মোহাম্মদ আঙ্গুর ইসলাম (২২) দ্বয়কে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পিতাঃ সাং- , থানা নাগেশ্বরী জেলা-কুড়িগ্রাম এবং পিতাঃ