1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইসগেট নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩২

মিজানুর রহমান অপু , পটুয়াখালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইজগেটের নিয়ন্ত্রন নিয়ে দু’দিন ধরে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ  ইউনিয়নের ’কাটাখালী’ স্লুইজগেটের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সোমবার স্থানীয় নুর-ইসলাম হাওলাদার গ্রুপের সাথে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিক তালুকদার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী খেয়াঘাট এলাকায় ফের সংঘর্ষে আরো ১৭ জন আহত হয়।  


এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল কলাপাড়া হাসপাতালে ভর্তি রোগীর উপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদ আশিক তালুকদারের বিরুদ্ধে। 
এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আশিক তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে। এ বিষয়ে তার কিছু জানা নেই। 
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e