1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

পানিতে ভাসছে উপহারের ঘর, দেয়া হয়েছে পাটের জাগ

মোঃ কামরুজ্জামান ,কুষ্টিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১০৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পানিতে তলীয়ে যাচ্ছে।

ওই পানিতে পাট জাগ দিতেও দেখা গেছে। সুবিধাভোগীরা বসবাস শুরুর আগেই বৃ’ষ্টির পানিতে ওই অবস্থার সৃ’ষ্টি হয়েছে। রান্নাঘর, যাতায়াতের রাস্তা, টিউবওয়েল, বাথরুম পানিতে কিছুটা তলিয়ে গেছে। আরও কিছুদিন বৃ’ষ্টি হলে পানি ঘরের মধ্যে ঢুকে পড়ার আশ’ঙ্কা রয়েছে। এমন অবস্থায় ক্ষো’ভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজে’লার রুপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সূর্যক চরপাড়া গ্রাম এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১৬টি ঘরের সবগুলো নতুন ঘর পানিতে তলিয়ে যাচ্ছে। এমন নিচু জায়গাতে ঘর করা নিয়ে শুরু থেকেই স্থানীয় লোকজন জনপ্রতিনিধিরা আপ’ত্তি তুলেছিলেন। তারপরও নিচু জায়গায় ঘর করা হয়েছে।

রুপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নাজমুল হোসেন নাজিম এ প্রতিনিধিকে বলেন, ‘এখানে যখন কাজ শুরু করা হয় তখন একবার গিয়েছিলাম। এলাকাবাসীসহ আমি এ জায়গা সম্পর্কে বলেছিলাম, তবে কোনো কাজ হয়নি। তারপর আর ওখানে কোনোদিন যাইনি। এখন হাঁটুসমান পানিতে ভাসছে। টানা বৃ’ষ্টি হলে পানি বেড়ে কোমর পর্যন্ত বা তার ওপরে উঠতে পারে। গতবার কোমর সমান পানি হয়েছিল।’

এ বি’ষয়ে রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান মোল্লা বলেন, ‘জায়গাটা নিচু এলাকা। বেশি করে মাটি অথবা বালু দিয়ে উঁচু করে কাজ করলে এ সমস্যা হতো না। আমরা তো আর কাজ করিনি। আগের ইউএনও সাহেব করেছেন। বর্তমানে ঘরগুলোতে লোকজন ওঠেনি। তারপরও আমি ল’জ্জায় ওখানে আর যাই না।’

উপহারের ঘর পানিতে ভাসছে, এমন কথার পরিপ্রেক্ষিতে বোয়ালমারী উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ‘পানিতে ভাসছে কথাটা সঠিক নয়। ওই জায়গায় যখন কাজ করা হয় তখন ছিল শুষ্ক মৌসুম। এলাকাবাসীর অভিযোগ ঠিক নয়। আসলে জায়গাটা নিচু এলাকা। ওই জায়গায় ঘর নির্মাণের আগে অনেক বালু ফেলা হয়েছে। বালু দিয়ে উঁচু করে তারপর ঘর নির্মাণ করা হয়। তারপরও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার সমাধান করা হবে। দ্রুত সরেজমিনে গিয়ে এর প্রয়োজনীয় ব্যবস্থাম নেয়া হবে।’

বোয়ালমারী উপজে’লা নির্বাহী কর্মক’র্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা (সালথা উপজে’লা নির্বাহী কর্মক’র্তা) মো. হাসিব সরকার বলেন, ওখানে যদি উপহারভোগীরা থেকে থাকেন তাহলে তাদের সঙ্গে কথা বলে অথবা সরেজমিনে গিয়ে জলাব’দ্ধতা নিরসনের চে’ষ্টা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e