ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের হযরত মুহতারাম হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পীর সাহেব (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পুরকুইল গাউছিয়া হাবিবিয়া দরবার শরীফের ৫৯ তম ৩দিনব্যাপী খাছ মাহফিল ১ অক্টোবর বাদ জুময়া শুরু হয়েছে। সোমবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়েছে। দরবার শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত মুরিদান অংশ গ্রহণ করেছেন। মরহুম পীর সাহেব (র) এর সাহেবজাদা হযরত মাওলানা ছদরুদ্দীন পীর সাহেব নিয়মিত খাছ মাহফিল পরিচালনা করছেন। এতে বর্তমান মহামারী করোনার ভয়াবহতা থেকে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।