বগুড়ার আদমদীঘিতে গত বুধবার(১২জানুয়ারি) সন্ধ্যা ৫.৩৫ ঘটিকায় পুলিশ অভিযান চালিয়ে ৫০গ্রাম(পলিথিনে মোড়ানো) মাদক উদ্ধার সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন। এছাড়া এক জন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘির দত্তবাড়ীয়ার মৃতঃ নাছির সাহ-এর ছেলে শামছুলসাহ@স্যাম্পো(৪৮), সাঁওইল কাঞ্চন পাড়ার ইয়াছিন সেখের ছেলে লিটন সেখ(৩২), দত্তবাড়ীয়ার লিখন দেবনাথের ছেলে সমীর দেবনাথ@উজ্জল(৩১)।অপরদিকে দত্তবাড়ীয়া শাহাপাড়ার মৃতঃ তজিবরের ছেলে জাহিদুল(২৮) ঘটোনাস্থল থেকে কৌশলে পালিয়ে গিয়েছে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশসুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘির দত্তবাড়ীয়ার শাহাপাড়া গ্রামস্থ জাহিদুলের বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই রকিব ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে তিনজন কে ৫০গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে। অপরদিকে পুলিশ অভিযান চালানোর সময় জাহিদুল নামের আসামী কৌশলে দৌড়াইয়া পালিয়ে যায়। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তিন মাদককারবারীকে গত বৃহঃবার বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে ও পলাতক আসামীকে শীঘ্রই গ্রেপ্তারের চেষ্টে চলছে।