আজ সোমবার সকালে জুম অ্যাপস এর মাধ্যমে ভার্চুয়ালে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের মেম্বারশিপ রেজিষ্ট্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলার স্কাউট সদস্যদের অনলাইনে মেম্বারশিপ রেজিষ্ট্রেশন শতভাগ সম্পন্ন করার জন্য লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার মেম্বারশিপ রেজিষ্ট্রেশন ও প্রশাসন সৈয়দ রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় উপকমিশনার মেম্বারশিপ রেজিষ্ট্রেশন শারমিন নাছিমা ভানু। 
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার রাশেদা আক্তারের সভাপতিত্বে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার আইসিটি, স্ট্রাটেজিক গ্লানিং গ্রুথ ও মেম্বারশিপ রেজিষ্ট্রেশন মোঃ অলিউল্লাহ সরকার অতুল এএলটি, আঞ্চলিক সম্পাদক আবদুল আউয়াল ভুইয়া এলটি, আঞ্চলিক পরিচালক আহমেদ কাজী আসিফুল হক, ব্রাহ্মণবাড়িয়াে জেলা কমিশনার মোঃ সাহেদুল ইসলাম, সম্পাদক নিয়াজ মোহাম্মদ কাজল, কুমিল্লা জেলা কমিশনার গাজিউল হক চৌধুরী, সম্পাদক মোঃ আখতকরুজ্জামান, সহাকরি পরিচালক কাজী নাছির উদ্দিন প্রমুখ। পরে মেম্বারশিপ রেজিষ্ট্রেশন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি সৈয়দ রফিক আহমেদ। 