পার্বত্য জেলা বানরবানে ট্যুরিজম বিকাশে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বান্দরবান জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। গতকাল বান্দরবানের দুর্গম এলাকা বলে খ্যাত রুমা উপজেলার লুংথাওমি পাড়া ও রুমানা পাড়ার ট্যুরিস্ট গাইডদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন। ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের অর্থায়নে তিনি দুটি পাড়ার গাইড লিডারদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন। পুলিশ সুপার টানা ৮ ঘন্টা বৃষ্টিতে হেটে দুর্গম এই পাড়াগুলোতে এসে কম্যুউনিটি ট্যুরিজম বিকাশের জন্য গাইডদের মাঝে এই অর্থ সহায়তা দেন। পুলিশ সুপার বলেন, নিজস্ব অর্থায়নে এ মানবিক কার্যক্রম শুরু করা হল এবং পরবর্তিতে তা চলমান থাকবে। এখনকার মানুষের ট্যুরিস্টদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি এবং ট্যুরিস্ট স্পটগুলো পরিবেশের সাথে তাল রেখে সংরক্ষনের জন্য পুলিশের এ কার্যক্রম চালিয়ে যাবে। আমরা ইতিমধ্যে পাহাড়ে বিভিন্ন পাড়ায় শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও অর্থ প্রদানসহ ট্যুরিস্ট পুলিশকে পরিচিতি করার উদ্দেশ্যে নানা কর্মসূচী গ্রহণ করেছি। তিনি গাইডদেরকে বলেন আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি ট্যুরিস্টদের সাথে কোন প্রকার অসৌজন্যমূলক ব্যবহার না করতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন পুলিশ সুপার।